বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু বলেছেন ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়ে ছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি সেনাবাহিনীর হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্র কন্ঠে ঘোষণা করেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
ইউনেস্কো বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ ২০১৭ সালের ৩০ই অক্টোবর
ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন আজ। ৫০ বছর পূর্বে রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। লাখো লাখো মানুষের গগনবিদায়ী শ্লোগানে বাংলার আকাশ বাতাস ভারী হয়েছিল। সেদিন উড়েছিল বাংলাদেশের মানচিত্রে লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদাও অর্জন করেছে।
তিনি রবিবার সকাল সাঁড়ে ৮টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, টি জামান নিকেতা, এডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, এডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু,
প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এ্যাডঃ তবিবর রহমান তবি, এ্যাডঃ সাইফুল ইসলাম, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডঃ জাকির হোসেন নবাব, শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দু ল্লাহ আল রাজি জুয়েল, শেরিন আনোয়ার জর্জিস, অ্যাডঃ শফিকুল আলম আক্কাস, আনিসুজ্জামান মিন্টু প্রমূখ।
জি এম মিজান / দৈনিক সংবাদপত্র