হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে সেমাই প্রস্তুতকারী একটি কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২৩শে মার্চ সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহর নেতৃত্বে উপজেলার চারিয়া এলাকার ইউনুছ মিয়ার সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্য কর পরিবেশে সেমাই উৎপাদন দেখতে পান আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, পরিবেশের ছাড়পত্র না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার অপরাধে সেমাই ফ্যাক্টরির মালিক ইউনুছ মিয়ার নামে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মো. সাহাবুদ্দীন সাইফ / দৈনিক সংবাদপত্র