পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও শহীদ বীরেন্দ্র স্মৃতি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রধান অতিথী হিসাবে উদ্বোধন করেন দেলুটি ইউ পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডল। শুক্রবার সন্ধ্যা ৮ টার সময় ডি এইচ কে যুব সংঘের সভাপতি শেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা নলীনাক্ষ নাথ বৈদ্য, তরুন কান্তি সর কার, সুশান্ত রায়, বনমালী রায়,
ডাঃ সুকান্তি সরকার, সুব্রত রায়, ইউ পি সদস্য সুকুমার কবিরাজ, রনধীর মন্ডল, আশিষ কুমার হালদার, নিরা পদ দফাদর, চঞ্চলা রানী মন্ডল প্রীতিলতা ঢালী, যুবলীগ সাধারন সম্পাদক রাম চন্দ্র টিকাদার, যুবলীগ নেতা পার্থ প্রতীম রায়, গৌতম রায়, অতনু মন্ডল, বিশ্বজিত মহালদার, শ্রীকৃষ্ণ রপ্তান, বিশ্বজিত মন্ডল হারু, নিতীশ সরদার, সত্যেন রায়, সমীর মন্ডল, সত্যেন রায়, বাসুদেব কবিরাজ, রবীন্দ্রনাথ টিকাদার লিটু,
বিভূতি সরকার, প্রশান্ত বিশ্বাস, দিলীপ টিকাদার, আশিষ টিকাদার, বিশ্বজিত ঢালী প্রমুখ। টুর্নামেন্টে খুলনা শিরো মণির আনিস, সৌরভ জুটি পাইকগাছার মিলু, মিরাজ কে ২৫/২৪ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয়।
ইমদাদুল হক / দৈনিক সংবাদপত্র