আদমদীঘি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বগুড়ার সান্তাহার পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে মো: ওয়াহেদুল ইসলাম ওয়াহেদকে আহবায়ক ও মাহফুজুর রহমান লিটনকে সিনিয়র যুগ্ন আহবায়ক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। উক্ত কমিটির ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক (যুগ্ন সাধারন সম্পাদক) কামরু জ্জামান দুলাল।
নতুন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিটন বলেন, ছাত্র রাজনীতিতে যেমন রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্মুখ সারিতে ছিলাম। যুব রাজনীতিতেও সম্মুখ সারিতে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ্। সান্তাহার পৌর যুবদল কে একটি মডেল ইউনিট রুপান্তর করাই হবে আমার প্রথম লক্ষ্য। সততার সঙ্গে দায়িত্বে পালনে সচেষ্ট হবো এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পৌর যুবদলকে আরও শক্তিশালী সংগঠন হিসাবে পরিণত করবো।
সাগর খান / দৈনিক সংবাদপত্র