চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাটে স্থাপিত শেখ রাসেল পানি শোধনাগার প্রকল্প থেকে দৈনিক ৯ কোটি লিটার পানি মিলবে।ওয়াসার আধুনিক প্রযুক্তি নির্ভর এই শোধনাগার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে রোববার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পটি আনুষ্ঠানিক উদ্বোধন করবে। শুক্রবার চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে নিয়ে পুরো প্রকল্পটি ঘুরে দেখান এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
প্রকল্প পরিদর্শন শেষে ওয়াসার এমডি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর এই শোধনাগার প্রকল্প থেকে দৈনিক ৯ কোটি লিটার পানি শোধন করে চট্টগ্রাম মহানগরীতে সরবরাহ করা হবে। হালদা নদী থেকে পানি সংগ্রহ করে সর্বমোট চার ধাপে এই পানি শোধন করে নতুন স্থাপিত পাই লাইনের মাধ্যমে নগরীতে সরবরাহ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
সালমান চৌধুরী / দৈনিক সংবাদপত্র