নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগরে কুমিল্লা পট্টিতে আগুন লেগে সেখানের অধিকাংশ ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে শতাধিক টিনশেড ঘর ছিল বলে জানা যায়। আজ রোববার বিকাল ৩টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ছাই অধিকাংশ ঘর। মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসারের বরাত দিয়ে টেলিফোন অপারেটর জানান, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট যোগ দেয়। বিকাল পৌনে ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা। প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতির সঠিক পরিমাপ করা যায় নি। তবে হতা হতের কোন ঘটনা ঘটেনি।
জালাল / দৈনিক সংবাদপত্র