বিশেষ কোনো মানুষের প্রতি স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার অনুভূতি বা দৃঢ় আকর্ষণ হলো প্রেম। ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট দিন-তারিখ বা সময় প্রয়োজন হয় না। তবুও ১৪ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় ভালোবাসা দিবস। আর এ ভালোবাসা প্রকাশ ঘটাতেই অনেকেউ প্রকাশ করেছে তাদের নতুন গানের মিউজিক ভিডিও।
জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান ও বেলী আফরোজের কন্ঠে ১৩ ফেব্রুয়ারি ‘তুমি আমার বাবু আমি তোমার বেবী’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দ্বিপের কথায় সুর ও সংগীত আয়োজন করেছেন ইফতেখার লেলিন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা বেলাল সানী। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে গানটি এসএইচ ভিশনে প্রকাশ করা হয়।
প্রতীক হাসান বলেন, গানের কথাগুলো দারুণ। গানের সাথে মিল রেখে মান-সম্মত একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করি শ্রোতারা ‘তুমি আমার বাবু আমি তোমার বেবী’ গানটি দেখবে।
বেলি আফরোজ বলেন, গানটির কথা সুর অনেক সুন্দর। আর গানটি নির্মাণে অ্যারেজমেন্ট ছিল চোখে পড়ারমতো। আশা করছি গানটি দেখলে দর্শক ভালো বলতে পারবে।
লিংক- https://www.youtube.com/watch?v=7uDFWzU2t2w