নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ২টি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । জানা গেছে, বাড়ির পাশে গোয়াল ঘরের কয়েল থেকে গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে বসতবাড়ির টিনের ছাউনিগুলো পুড়ে যায়।
বৃহস্পতিবার রাত সোয়া ১ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকখোপা (উত্তর পাড়া) গ্রামের মৃত শফির উদ্দিন সরদারের ছেলে মোজাফ্ফর হোসেন এবং একই গ্রামের প্রতিবেশী আসকান আলীর ছেলে আবুল হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ঘটনার স্বীকার মোজাফ্ফর হোসেন এবং আবুল হোসেন জানান, তাদের বাড়িতে আগুন লাগায় শয়ন ঘরের টিনের ছাউনী, অন্যান্য আসবাবপত্র ও ধান, চাল, গম, সরিষা সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।
স্থানীয়রা আগুন লাগার ঘটনা নওগাঁর মান্দা উপজেলাস্থ ফেরিঘাট ফায়ার সার্ভিস ষ্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসিদের সহযোগীতা এবং নিজেদের আন্তরিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। গভীর রাতে বসতঘরে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
মাহবুবুজ্জামান সেতু / দৈনিক সংবাদপত্র