নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৫ হাজার শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি দিচ্ছে সরকার। আগামী সপ্তাহে পদোন্নতির আদেশ জারি করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, এ সপ্তাহের মধ্যে সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়ার কাজ চূড়ান্ত হচ্ছে। এ সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে তাদের পদো ন্নতি দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত
পদোন্নতির আদেশ জারি করা হয়নি। আগামী সপ্তাহের যে কোনও দিন পদোন্নতির আদেশ জারি করা হতে পারে। এর আগে গত ১০ই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নিরাপদ স্কুলে ফিরি শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে জানিয়ে ছিলেন সিনিয়র শিক্ষক পদ তৈরি করে সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হচ্ছে। ওই দিন শিক্ষামন্ত্রী বলে ছিলেন, সিনিয়র শিক্ষক পদ ছিল না। সেটার ব্যবস্থা করে আমরা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দিতে যাচ্ছি। এ ছাড়া নতুন করে দুই হাজার একশ ৫০ জন শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে এ বৎসরের মাঝা মাঝি সময়ে।
জান্নাত / দৈনিক সংবাদপত্র