সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সিঁথি সাহা প্রথমবার গাইলেন শ্রোতাপ্রিয় শিল্পী, সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দুজনে প্রথমবার এক হয়ে তৈরি করলেন ‘উড়ে যারে মুনিয়া’ শীর্ষক গানচিত্র। মীর শরিফুল করিম শ্রাবণের লেখায় গানটি গানটির সুর-সংগীত করেছেন হাবিব । ভিডিওটিও নির্মাণ করেছেন গীতিকার নিজেই।
জাহাজের ক্যাপ্টেন হাবিব ওয়াহিদ। আর প্রেমিকা সিঁথি সাহা। তারা সব সময় কাছে থাকতে চাইলেও কর্তব্য তাদের দূরে নিয়ে যায়। তবে ভালোবাসা তাদের দূরে থেকেও বেঁধে রাখে। নীরবেই গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ তারা।
সিঁথি সাহা বলেন, হাবিব ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম গান। কাজটি নিয়ে আমি দারুণ আশাবাদী। গানপ্রিয় শ্রোতাদের এটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
ঢাকায় রেকর্ডিং শেষে চট্টগ্রাম অঞ্চলের পতেঙ্গা ও কক্সবাজারে শুটিং হয়েছে সম্প্রতি। জানা গেছে, এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারের গানটি ১১ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি অডিও গানটি স্থান পাবে বিভিন্ন অ্যাপে।