নিজস্ব প্রতিনিধিঃ চলমান নির্বাচনে বড় ধরনের জয়ের আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ ও তোলেন। আজ বুধবার ৪ঠা নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এসব কথা লিখেছেন বলে বার্তা সংস্থা এএফপি’র একটি খবরে বলা হয়েছে। টুইটারে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমরা বড় ব্যবধানে জিতবো। কিন্তু ডেমোক্র্যাটরা ভোট চুরি করার চেষ্টা করছে।
মার্কিন প্রেসিডেন্ট আরো লেখেন, আমরা তাদের একটি ভোট ও চুরি করতে দেবো না। ট্রাম্পের এর টুইট এর কিছুক্ষণ আগেই নিজের সমর্থকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাই ডেন। এর জবাবে এমন টুইট করেন ট্রাম্প। আরেক টুইটে এসব নিয়ে পরে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জান্নাত / দৈনিক সংবাদপত্র