মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানা চুপি চুপিই ৯ মাস আগে বিয়ের কাজটা সেরে ফেলেছেন। শার্লিন ফারজানা বিয়ে করেছেন গত বছরের ২৩ নভেম্বর। গুলশানের একটি রেস্তোরাঁয় সম্পন্ন হয়েছিল তার বিয়ে। তার বর এহসানুল হক। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও প্রকৌশলী।
শার্লিন ফারজানা অভিনীত ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকায় বিয়েতে বড় আয়োজন করা হয়নি। কিন্তু ছবির মুক্তিও পিছিয়ে যায়। এরপর বিয়ের রিসিপশনের আয়োজন পরিকল্পনা করতে করতে করোনা হানা দেয়। দুইবার উদ্যোগ নিয়েও রিসিপশন অনুষ্ঠানটি করা যায়নি। আগামীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রিসিপশন করার ভাবনা আছে। তিনি নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, শার্লিন ফারজানার ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতা দিয়ে। এরপর অমিতাভ রেজা চৌধুরীর ‘গ্রামীণফোন’ ও গাজী শুভ্রর ‘সিলন চা’-এর বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন। অভিনয় করেছেন নাটক-টেলিফিল্মে। নাম লিখিয়েছেন সিনেমাতেও। তার অভিনীত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। যেটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।