(ব্যুরো চিফ)খুলনা প্রতিনিধিঃ বাগেরহাটে নানা আয়োজনে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালন করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা হয়।
পরে আলোচনা সভায় আনন্দ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সিহাব উদ্দিন রুবেল’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জাপান ভিত্তিক আন্তর্জাতিক এনজিও শাপলা নীড় এর কান্ট্রি ডিরেক্টর তোমোকে উচিয়ামা, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড.মোজাফফর হোসেন,সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন, সাংবাদিক আহসানুল করীম, আলী আকবর টুটুল,
আজমল হোসেন, মোঃ লিটন, মাসুদুল হক, এইচ এম মাইনুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহান শেখ, ফকিরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ ফারুক হোসেন,সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ,এস এম মনিারুজ্জামান,এম এম সি মেহেদী, হাবিবুর রহমান, মোজাহিদুর রহমান, আজমল হোসেন, হুমায়ুন কবীর, মোঃ লিটন প্রমুখ।
শাহরিয়ার কবির / দৈনিক সংবাদপত্র