আদমদীঘি প্রতিনিধিঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত “বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ” বইয়ের এক সেট (১০ খন্ড) বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। বইটির লেখক দের একজন ও আদমদীঘি উপজেলা প্রথম আলো প্রতিনিধি খায়রুল ইসলাম ১০ খন্ড বই আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের হাতে তুলে দেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে
মাসিক সমন্বয় সভায় এই বই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান পিন্টু, সালমা বেগম চাঁপা খন্দকার, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল, সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
সাগর খান / দৈনিক সংবাদপত্র