বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামে বাড়ির মালামাল লুট করতে ব্যর্থ হয়ে শিপন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টায় শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের দিলবর হোসেনের ছেলে।
জানা যায়, শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এই ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাতে তিনজন দুর্বৃত্ত শিপনের চাচা মৃত রশিদ ড্রাইভারের বাড়িতে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করে। এসময় ওই বাড়িতে অবস্থানরত প্রতিবন্ধী শিপন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
(শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন এ প্রতিবেদক-কে বলেন, দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ছাড়া অন্য কোন মালামাল নিতে পারেনি। নিহত শিপনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যহত আছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র