বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় র্যাবের অভিযানে ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-১২ বগুড়ার ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার সকাল ১১টায় বগুড়া শিবগঞ্জ থানাধীন আমতলীস্থ মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮৭ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ২টি সিম। দিনাজপর হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো-ড-১১-৪২৭৫ রেজিস্টেশনের ১টি খালি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া কাহালূর কালাই নওদাপাড়া এলাকার মোঃ নবির উদ্দিন ফকির এর ছেলে মোঃ শাহিন ফকির (২১), ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার পানকৃষ্ণপুর চরারহাট এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মোঃ সাগর আলী (২৪)। র্যাব ১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ রওশন আলী এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন অবৈধ মাদকদ্রব্যের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র