বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পুলিশ পরিচয়ে ছিনতাই করতে এসে এক যুবককে গ্রেফতার হয়েছে। রবিবার দুপুর ২টায় উপজেলার বয়রাদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত যুবক বগুড়া শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের কবির হোসেনের ছেলে হাসিবুর রহমান (২২)। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ বাদী হয়ে থানায় একটি এজাহার করেছেন। থানা সূত্রে জানা যায়,বয়রাদিঘি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারি হাসিবুরসহ ২জন আব্দুস সামাদ নামের ব্যক্তিকে থামার জন্য সিগন্যাল দেয়।
সামাদ থামলে তার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় হাসিবুর। এসময় ওইদিক দিয়ে র্যাবের একটি টহল টিম যাওয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে এবং হ্যান্ডকাফ লাগানোর কারণ জানতে চায়। হাসিবুরের কথায় সন্দেহ হলে তাকে ধরে নিয়ে যায় র্যাব সদস্যরা। এসময় হাসিবুরের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয় এরা ভূয়া ডিবি পুলিশ। পরে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করে এবং আব্দুস সামাদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে এবং সেই মামলায় হাসিবুরকে আদালতে প্রেরণ করা হয়।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র