বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিষাক্ত মদ্যপানে গতকাল ৭জন মৃত্যুর পর নতুন করে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ১০জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জানা যায়, গত রবিবার দিবাগত রাতে পুরান বগুড়ায় এক বিয়ে বাড়ীতে বিষাক্ত মদ্যপানে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পুরান বগুড়া, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ী ও কাটনারপাড়া এলাকায় পৃথক পৃথক ভাবে ৭জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- রাজমিস্ত্রি রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটো চালক আব্দুল কালাম। অপর দিকে শহরের কালিতলা, ফুলবাড়ী ও কাটনারপাড়া এলাকায় মদ্যপানে তারাও অসুস্থ হয়ে পরলে। পরে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৭জনের মৃত্যু হয়।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র