বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের পুরান বগুড়া, ফুলবাড়ী, কাটনাপাড়া এলাকায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজ মিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন (৩৮) কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০) ফুলবাড়ী সরকার পাড়ার আব্দুল জলিল (৬৫)। জানা যায়, শহরের তিন মাথা এলাকায় সনাতন ধর্মালম্বী ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রবিবার দিবাগত রাতে।
বিয়ে বাড়ীতে আগত আত্মীয়রা পার্শ্ববর্তী শাহীনের হোমিও ফার্মেসীতে মদপান করে। রাতে বাড়ী ফিরলে সুমন তার পিতা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোরে তাদেরকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও রমজান স্থানীয় একটি ক্লিনিকে মৃত্যু হয়েছে।
অন্যদিকে শহরের কালিতলা এলাকায় রবিবার দিবাগত রাতে অ্যালকাহোল জাতীয় মদপান করেন সাজু, মোজা হার ও আব্দুল জলিল। রাতে বাড়ী ফিরলে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়। বগুড়া সদর অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবীর এ প্রতিবেদক-কে বলেন, নিহতদের প্রত্যেকের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরি বার থেকে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষযটি অস্বীকার করা হয়েছে। নিহতদের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র