বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় একটি বিদেশী পিস্তলসহ রোকন খান রাজিব (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সদরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে জেলার কাহালুর থানার প্রতাপপুরের আতাউর রহমান খানের ছেলে। ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তি অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে সদরের তিনমাথা এলাকায় অবস্থান করছে। ডিবির এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে তাদের একটি টিম সেখানে পৌঁছে এবং কৌশলে ওই ব্যাক্তিকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম, এ প্রতিবেদক-কে বলেন , গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী তার বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের হয়েছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র