বগুড়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতি যোগীতায় অংশ গ্রহন করেছে প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি। বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে, সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মাটিডালী বিমান মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীরা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। জেলা স্কুল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) বগুড়া ১১ পদাতিক ডিভিশনের প্রতিনিধি লেঃ কর্ণেল মোঃ রায়হানুল রশীদ চৌধুরী পিএসসি,
জেলা আ’লীগের সাঃ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপ জেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভা পতি আব্দুস সালাম বাবু, জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম লিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, ডালিয়া নাসরিন রিক্তা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আড়াই হাজার মানুষ রেজিষ্ট্রেশন করলেও পাঁচ শতাধিক ব্যক্তির অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র