বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার বিকেল ৪টায় বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয় সুত্রে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ মার্চ) মধ্যরাতে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমানমোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মৃত খাজের উদ্দিনের ছেলে মোঃ আবুল খায়ের (৪৫), সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার চরিয়া মধ্যপাড়া এলাকার মোঃ আঃ জলিল শেখের ছেলে মোঃ সোহেল রানা (২৯) ও বড়গোজা এলাকার মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আল-আমিন (২০)। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম, দৈনিক সংবাদপত্র প্রতিবেদক-কে বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে এই তিন মাদক বিক্রেতা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র