বগুড়া প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিল ও মোটর সাই কেলসহ মাদক ব্যবসায়ী মোঃ মাহাতাব আলী (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ মাহাতাব আলী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে ডিবির একটি টিম শুক্রবার দিবাগত রাত ১০টায় বগুড়ার সদর উপজেলার দত্তবাড়ী কাজী মসজিদের উত্তর পার্শ্বে দত্তবাড়ী
হইতে চেলোপাড়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোটরসাইকেলের সীটের নিচে ১৬ বোতল ও তেলে র ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৩৩ বোতলসহ মোট ৪৯ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ মোঃ মাহাতাব আলী (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র