বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত। রবিবার সকাল ৬টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬টায় বগুড়াগামী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি বড় ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকা পড়ে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এ প্রতিবেদক-কে বলেন, দুর্ঘটনায় অপর ট্রাকের চালক হেলপার আহত হয়েছে। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র