বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কে ট্রাকচাপায় মোছাঃ সালভি আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সালভি আক্তার সোনাতলা উপজেলার আব্দুস সামাদের স্ত্রী। স্বানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাঝিরা থেকে মোটর সাইকেল যোগে আব্দুস সামাদ ও তার স্ত্রী মোছাঃ সালভি আক্তার সোনাতলায় যাচ্ছিলেন।
পথিমধ্যে মোটরসাইকেলের পিছন থেকে সালভি আক্তার পড়ে গেলে পিছনে থাকা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সালভি আক্তারের মৃত্যু। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন দৈনিক সংবাদপত্র প্রতিবেদক-কে বলেন, ঘাতক ট্রাক এবং চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র