বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার দো-বাড়ীয়ে এলাকায় বিদেশী ঘাসের জমি থেকে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টায় নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত জাহাঙ্গীর হোসেন অত্র এলাকার মৃত বদিরউদ্দিনের ছেলে। সে পেশায় রিকশা চালক ছিলেন। উক্ত ঘটনায় সদর থানার ওসি কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার দো-বাড়ীয়ে এলাকায় বিদেশী ঘাসের জমিতে লাশ জাহাঙ্গীর হোসেন এর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় লাশের শরীরের আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। তবে এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এ প্রতিবেদক-কে বলেন, প্রাথমিক অবস্থায় লাশের শরীরের আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। তবে এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র