বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার বথুয়াবাড়ি এলাকায় বাঙ্গালী নদী থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টায় শেরপুর বথুয়াবাড়ি এলাকায় বাঙ্গালী নদীর কচুরিপানার মধ্যে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান।
জানা যায়, শেরপুর উপজেলার বথুয়াবাড়ি এলাকায় বাঙ্গালী নদীতে অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা, পুলিশে খবর দিলে শেরপুর থানা পুলিশ উক্ত লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা লাশটি উত্তরের কোন জেলা থেকে ভেসে এসেছে।
অনুমান করা হচ্ছে লাশটি ৭ থেকে ১৪ দিন আগের ওই লাশের পরনে কালো বোরখা এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ন ও তার দুই পা বাঁধা ছিল। এছাড়াও তার পায়ের স্যান্ডেল ও ভ্যানিটি ব্যাগ এক হাতের সাথে বাঁধা ছিল।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ প্রতিবেদক-কে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য,
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র