বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের সাতানি মসজিদের সামনে অজ্ঞাত ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় সদর থানা পুলিশ এই লাশ উদ্ধার করেছে। সদর থানা সূত্র জানা যায়, শহরের সাতানি মসজিদের সামনে অজ্ঞাত ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ এ কল দেয়। পরে জেলা পুলিশের জরুরী সেবার সাথে যুক্ত নাম্বারের একটি গাড়ি মহিলার লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
(শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত বৃদ্ধার পরিচয় জানা যায়নি ধারণা করা হচ্ছে, তিনি অত্র এলাকার নয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এ প্রতিবেদক-কে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বয়সের কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় আমরা একটি সাধারণ ডায়েরী করেছি।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র