চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গতকাল শুক্রবার ফটিকছড়ি থানার এএসআই নুরুল হাকিম সহ সংগীয় র্ফোস মোঃ আরিফুল ইসলাম, পিতাঃ মনছুর আহাম্মদ, সাং পুর্ব ফরহাদাবাদ গুল মোহাম্মদ তালুকদার বাড়ী ও মোঃ এনাম বাদশা, পিতাঃ জহুরুল ইসলাম, সাং নাজিরহাট দায়েম মিয়াজীর বাড়ি,
উভয় নাজিরহাট পৌরসভা, থানা ফটিকছড়ি জেলা চট্রগ্রামদের গ্রেফতার পূর্বক পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আরিফুল ইসলামের বিরুদ্ধে পূর্বের বিস্ফোরক আইনে একটি, ডাকাতি মামলা একটিসহ মোট ২ টি মামলা আদালতে চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মোহাম্মদ জিপন উদ্দিন / দৈনিক সংবাদপত্র