বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সরকারী আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে রবিউল ইসলাম (৩০) নামে এক উপপুলিশ পরিদর্শক কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ৮টায় এ ঘটনা ঘটে। পরে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঘটনার পরেই আহত রবিউল আমাদেরকে জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।
তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি আরও বলেন, আহত অবস্থায় রবিউল জানিয়েছে ৪ থেকে ৫ জন যুবক তার উপর অতর্কিত হামলা করে। তবে কেন এ হামলা তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের (মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ এ প্রতিবেদক-কে বলেন, রবিউল আজিজুল হক কলেজে হাঁটাহাঁটি করছিল। এ সময় অজ্ঞাত কয়েক জন যুবক তার উপর হামলা করেছে। তবে কেন এ হামলা হয়েছে তা এখনও আমরা নিশ্চিত নই। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমা দের কয়েকটি টিম কাজ করছে।
জিএম মিজান / দৈনিক সংবাদপত্র