ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা দুর্যোগে অসহায় দুস্থদের মাঝে শোভা সংস্থার ত্রাণ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ই মে রোজ রবিবার বিকাল ৩টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের গুয়াগাঁও এলাকায় শোভা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। শোভা সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ ক্ষেত মজুর সমিতির সভাপতি এম এ মমিন, কৃষক সমিতির সভাপতি মুর্তজা, সাংবাদিক মিলন, শিক্ষক আনিসুর, হিরা লাল ও ওয়ার্কাস পাটির নেতা রফিক প্রমুখ। শেষে ৬নং পীরগনজ ইউনিয়ন এলাকার দুই শতাধিক অসহায় দুস্থ পরিবারের লোক জনের মাঝে ত্রাণ বিতরন করেন। এ সময় বিভিন্ন নেতা কর্মী, সামাজিক সংগঠনের লোকজন ও স্থানীয় গনমাধ্যম কর্মী সহ অন্যান পেশাজীবী লোকজন উপস্তিত ছিলেন।
মনসুর আহাম্মেদ / দৈনিক সংবাদপত্র