হরিণাকুণ্ড প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাই কেল চালক এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নয়ন হোসেন (২২)। সে ঝিনাইদহ সদর উপজেলার ভবানিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সাধুহাটি-তৈলটুপি সড়কের বৈঠাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই যুবক কুলবাড়িয়া এলাকা হতে মোটর সাইকেল যোগে উপজেলা শহরের দিকে আসছিলেন।
এ সময় দুর্ঘটনা স্থলে সড়কের ওপর অপর দিক থেকে আসা একটি পাখি ভ্যানের সাথে তার বাইকের সরাসরি সংঘর্ষ হয়। এতে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করলে পথেই তার মৃত্য হয়।
হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবিব জানান, দুর্ঘটনায় নিহত ওই যুবকের মাথায় গুরুতর আঘাত ছিল। হরিণাকুণ্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, পাখিভ্যানের সাথে বাইকের সংঘর্ষে ওই যুবক আহত হয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এস.এম শিহাব / দৈনিক সংবাদপত্র