পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় ট্রাক চাপায় ইব্রাহিম শুভ (২৮) নামে এক মোটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তিকরে। তার অবস্থা আশংঙ্ক জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে। জানা গেছে মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌরসভার চারা বটতলা নামক স্থানে চাঁদখালীর গজা লিয়া গ্রামের রব্বানী সরদারের পুত্র শুভ পাইকগাছা থেকে এসে চারাবটতলায় রাস্তার পাশে একটি দোকানের সামনে মোটর সাইকেল নিয়ে দাড়িয়ে ছিল।
এমন সময় কয়লা বোঝায় ট্রাক খুলনা থেকে পাইকগাছা সদরের দিকে আসার সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধাওয়া দিলে ড্রাইভার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোঃ দুরে রাস্তার পাশে ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে । আহত যুবকের ডান পা পুরোটাই ভেঙ্গে গেছে। আশংকাজনক অবস্থায় শুভকে উপজেলা হাসপাতালে ভতি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালককে ধরার জোর চেষ্টা চলছে।
ইমদাদুল হক / দৈনিক সংবাদপত্র