পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই ধান ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সন্ধ্যায় উপজেলার পৌর শহরে দানেজপুরে ধান চাল ব্যবসায়ী ইমাম ট্রেডার্সের মালিকের ১৫ হাজার ও সাথি চাল কল মালিকের ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন পাঁচবিবি নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদিম সারওয়ার।
পাঁচবিবি বাজার মনিটরিং শেষে দানেজপুর রোডে অবস্থিত কিছু ধান, চাল ব্যবসায়ীদের দোকানঘর মনিটরিং করতে গেলে তাদের অনিয়ম দেখতে পায়। এসময় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা মোতাবেক দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করা জরিমানার ৩০ হাজার টাকা নগদ আদায় করা হয়। এ সময় উপস্থিথ ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, থানার এসআই সাইফুল ইসলাম, পেসকার সিরাজুল ইসলাম।
মোঃ বাবুল হোসেন / দৈনিক সংবাদপত্র