পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১০ বোতল ফেন্সিডিল সহ আনোয়ারা বেগম (৩৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। থানা সুত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবের নেতৃত্বে জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালীন সময়
এসআই (নিঃ) সুশান্ত কুমার রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর (বাঙ্গালপাড়া) গ্রাম থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে। নারী মাদক ব্যবসায়ী ঐ গ্রামের সুলতান আলীর স্ত্রী। আজ বুধবার আটক আনোয়ারা বেগম কে মাদক মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মোঃ বাবুল হোসেন / দৈনিক সংবাদপত্র