পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পেঁয়াজ ভর্তি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিকশার ৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ই মার্চ) দুপুরে উপজেলার শিমুলতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের স্বপন কুমারের স্ত্রী মিরা রানী (৫৫), একই গ্রামের লক্ষ্মী রানী (২০), উত্তম কুমারের মেয়ে কোয়েল (১৭), জয়পুরহাট সদর উপজেলার খঞ্জন পুর মহল্লার আশরাফ আলীর ছেলে আবু তালহা পারভেজ (৩০) ও একই উপজেলার ইছুয়া গ্রামের আফজাল হোসেন (৫৫)।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পাঁচবিবি উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে হিলি- জয়পুরহাট সড়কের শিমুলতলী নামক এলাকায় ট্রাকটি ইাজবাইকটিকে ধাক্কা দিলে অটোতে থাকা ৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোঃ বাবুল হোসেন / দৈনিক সংবাদপত্র