পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষে র হামলায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত রইচ উদ্দীনের পুত্র শাহাজান আলী ৩০ নিহত হয়। এ ঘটনায় রবিবার ১৪ই ফেব্রুয়ারি বিকালে মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক এবিএম মোজাম্মেল হক তালুকদার ও তার ছোট ভাই পবন সহ ৬ জন ও অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাবি বেদেনা আক্তার।
যার মামলা নং-১৬ ঘটনার বিবরণে জানা যায়, “গত ১২ই ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউ নিয়নের শাহাজাদপুর এলাকায় জমিজমা সংক্রান্ত জের ধরে নিহতর পরিবার ও মামলার আসামীদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হলে, বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে অহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
চিকিৎসারত অবস্থায় গত শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহজাহানের মৃত্যু হয়। মামলার বিষয়টি থানার অফিসার্স ইনচার্জ পলাশ চন্দ্র দেব নিশ্চিত করেছেন।
মোঃ বাবুল হোসেন / দৈনিক সংবাদপত্র