জয়পুরহাট প্রতিনিধিঃ আজ সকাল ১১ হতে দুপর ১ টা পর্যন্ত র্যাব ৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ফজলুল হক এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায়, উপজেলা নির্বাহী অফিসার, জয়পুরহাট পৌর শহরে ডায়বেটিস হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং সরবরাহ করার অপরাধে
১। পাঁচুরচক ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম এর ছেলে মিলন বেকারী এর মালিক মিলন হোসেন (৩০)
২। বাগিচাপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আফজাল ভ্যারাইটি স্টোর এর মালিক কাউছার আলী (৩৫)
৩। প্রফেসরপাড়া মহল্লার মোস্তফা হোসেনর ছেলে সোয়েব বেকারী এর মালিক শাহাদাত হোসেন (৪৯),
৪। ক্ষেতলাল উপজেলা মহব্বতপুর গ্রামের আমজাদ হোসেনর ছেলে মা বেকারী এর মালিক নুরুন্নবী ছিদ্দিক (৩০),
৫। মৃত এমদাদুল হক ছেলে সোহাগ বেকারী এর মালিক মোঃ রাশেদ (৪৭), এদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ১নং প্রতিষ্ঠানকে ২০,০০০/-, ২নং প্রতিষ্ঠানকে ১৫,০০০/-, ৩নং প্রতিষ্ঠানকে ২০,০০০/-, ৪নং প্রতিষ্ঠানকে ৫,০০০/- এবং ৫নং প্রতিষ্ঠানকে ১৫,০০০/- সহ সর্বমোট
৭৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন এবং উদ্ধারকৃত দ্রব্য সামগ্রী (মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও পঁচা ডিম) জনসম্মুখে ধ্বংস করা হয়।
আাহসান হাবীব আরমান / দৈনিক সংবাদপত্র