জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-সরিষাবাড়ি-তারাকান্দি টাঙ্গাইল হয়ে ক শ্রেনীর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ভোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৬জানুয়ারী) দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় তারাকান্দির এভভোকেট মতিউর রহমান তালুকদার রেলষ্টেশনে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি,উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদসা সহ আরো অনেকে। এ সময় বক্তারা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী অধ্যাধুনিক একটি ট্রেন চলাললে মাধ্যমে জামালপুর থেকে টাঙ্গাইল হয়ে ঢাকার সাথে যোগাযোগের সেতুবন্ধন তৈরি হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই এলাকার ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তানভীর আহমেদ হীরা