জামালপুর প্রতিনিধিঃ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন,যারা ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ধর্মসভায় কৌশলে যুদ্ধাপরাধীদের কথা বলে তারা জামায়াতের প্রডাক্ট। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থেকে তাদের কর্মকান্ডকে চিরদিনের জন্য বাতিল করা হবে। ধর্মপ্রতিমন্ত্রী আরো বলেন, অতীতের চেয়ে এবার আরো ভালো ভাবে হজ্জ ব্যবস্থাপনা জোরদার করে অতিরিক্ত নতুন করে ১০ হাজার হাজি বেশী নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার(২৮জানুয়ারী) দুপুরে জামালপুর শহরের কাচারী কমপ্লেক্সে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদের নির্মান কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রমুখ। পরে বিকালে ১১ কোটি ৯১লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে মেলান্দহ উপজেলা মডেল মসজিদও ইসলামী সাংস্কৃতিক সেন্টারের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। সন্ধ্যায় উমের উদ্দিন পাইলপ হাইস্কুল মাঠে জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার ৬০ বছরপুর্তি উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগদান করে বক্তব্য রাখেন।
তানভীর আহমেদ হীরা / দৈনিক সংবাদপত্র