জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে দিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করায় ভ্রাম্যমান আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সকালে শহরের সকাল বাজারে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীনের ভ্রাম্যমান আদালতে পরিচালনার সময় মূল্যতালিকা সঠিক না থাকায় ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করার অভিযোগে চালের আরত, মুদি দোকান, মাংশসহ ৫টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তানভীর আহমেদ হীরা / দৈনিক সংবাদপত্র