জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মেয়র পদে মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতীকে ৬১৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র মেয়র প্রার্থী আবুল হোসেন সেলিম (জগ) প্রতীকে ৩৬৩৭ ভোট পান। এছাড়া বিএনপির মেয়র প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ) প্রতীকে ১৩৩৪ ও আরেক স্বতন্ত্র প্রার্থী
আবিবুল বারী আয়হান (মোবাইল) প্রতীকে ১০১৬ ভোট পেয়েছেন। ১০ই অক্টোবর শনিবার মেয়র পদে জগন্নাথ পুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তবে নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম মৌখিক ভাবে নির্বাচন প্রত্যাহার করেছেন।
নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন অপরাধে ইকড়ছই মাদ্রাসা কেন্দ্র থেকে ৪ জন ও ভবানীপুর স্কুল কেন্দ্র থেকে ৪ জন সহ মোট ৮ জনকে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রট। এদিকে-সন্ধ্যায় নৌকার বিজয় মিছিলে সরগরম হয়ে উঠেছে জগন্নাথপুর পৌর শহর।
মীরজাহান মিজান / দৈনিক সংবাদপত্র