জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেই হাড্ডিসার নুরুল হক আর নেই। জগন্নাথপুর পৌর এলাকার পারুয়া গ্রামের মৃত রাশিদ উল্লার ছেলে ৪০ বছরের টগবগে যুবক রংমিস্ত্রি নুরুল হক গত কয়েক বছর আগে যক্ষা রোগে আক্রান্ত হয়ে ভূগতে ভূগতে হাড্ডিসার হয়ে যান। গত কয়েক মাস আগে স্থানীয় হৃদয় বান ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় সিলেট বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করে নুরুল হক কে উন্নত চিকিৎসা দেয়া হয়।
এ নিয়ে গণমাধ্যমে ফলোআপ করে প্রতিবেদন প্রকাশ ও প্রচার হয়। অবশেষে ৩১ই জানুয়ারি রোববার সেই নুরুল হক ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরে হাবিবনগর গ্রামে নামাজে জানাজা শেষে মসজিদের পাশে দাফন করা হয়। এতে সর্বস্তরের শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক / দৈনিক সংবাদপত্র