জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৩ আসামী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত চারু মিয়ার ছেলে শাহিন মিয়া, উপজেলার স্বজনশ্রী গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে মাওলানা নেছার উদ্দিন ও তার স্ত্রী সৈয়দা আছমা ফেরদৌস রাহী। এর মধ্যে শাহিন মিয়া নারী নির্যাতন মামলার আসামী
ও অন্য মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী মাওলানা নেছার উদ্দিন এবং তার স্ত্রীও সাজা প্রাপ্ত আসামী। জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে আসামীদের গ্রেফতার করে ১৯ই ফেব্রুয়ারী শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক / দৈনিক সংবাদপত্র