জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মুজিববর্ষে গরীবদের বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। ১৩ই জানুয়ারি বুধবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে ২৩টি ঘরের কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম সহ ঘরের উপকার ভোগীগণ। এ সময় জেলা প্রশাসক নির্মান কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক / দৈনিক সংবাদপত্র