জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ রাসেলের সমর্থনে যুক্তরাজ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যের হাজলিংডেন শহরে বসবাসরত বাংলাদেশের সুনামগঞ্জ জেলার পাটলি ইউনিয়ন বাসাীর উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ওয়াহিদুর রাজা বাবুলের সভাপতিত্বে ও শাহ সুজেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহ সহিব, শাহ ওহিব, কানু মিয়া, হিরা মিয়া,
হোসেন মিয়া, রেজু চৌধুরী, রুমেন চৌধুরী, রিহিব চৌধুরী, মাহবুব মিয়া, বদরুল আলম, রাজন মাহমুদ, আব্দুল কালাম, আজিজুর রহমান, রুমান চৌধুরী, এমরান চৌধুরী, রাজিব চৌধুরী, শাহ জাহিব মিয়া সহ আরো অনেকে। সভায় উপস্থিত সবাই কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন এবং আগামীতে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক / দৈনিক সংবাদপত্র