জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলার ছলে ১০ বছরের এক শিশু কন্যা গলায় ফাস দিয়েছে। সে পৌর এলাকার শেরপুর গ্রামের এক সেলুন ব্যবসায়ীর কন্যা। স্থানীয়রা জানান, ২৩ই ফেব্রু য়ারী মঙ্গলবার দিন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে খেলার ছলে মেয়েটি তার নিজের ওড়না দিয়ে নিজে গলায় ফাস দিয়ে ছটফট করতে থাকে।
এ সময় স্থানীয়রা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতাল সূত্র জানান, মেয়েটির মৃত্যু হয়নি। ভাগ্যক্রমে বেঁচে গেছে। তবে প্রচণ্ড ভয় পেয়ে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক / দৈনিক সংবাদপত্র