জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার বড়ই ফলন বেশি। অন্য বছর আমের ফলন বেশি থাকলেও এবার বেশি বড়ই। স্থানীয়রা জানান, এবার উপজেলার সকল বাড়িতে থাকা বড়ই গাছে ফলন বেশি হয়েছে। যা অন্য বছর আমের ফলন বেশি হলেও এবার নেই। তবে এখনো বড়ই পাকেনি। কাচা আধা কাচা বড়ই ডালে ডালে ঝুলে আছে। বড়ই পাকতে আরো প্রায় এক মাস সময় লাঘবে। গাছের বড়ই পেকে গেলে উপ জেলার সকল হাট-বাজার দেশীয় টক-মিষ্টি বড়ইয়ে সয়লাব হয়ে যাবে।
যা এ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে রফতানী করা সম্ভব। প্রতি বছর কম-বেশি বাড়ির গাছের বড়ই বিক্রি করে অনেক পরিবার স্বাবলম্বী হয়ে থাকেন। এছাড়া গাছের বড়ই নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজনের মধ্যে প্রদান করা হয়। তাই নিজেরা লাভবান হওয়ার আশায় বর্তমানে বাড়ির বড়ই গাছগুলো স্ব-যত্নে দেখে-শোনে রাখছেন গাছের মালিকরা।জগন্নাথপুরে এবার বড়ই ফলন বেশি
নিজস্ব প্রতিবেদক / দৈনিক সংবাদপত্র