চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে স্টেশনের ৯ নাম্বার প্লাটফর্ম এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাহেরা বেগম (৬০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা খাজা নগর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক শওকত হোসেন বলেন, শনিবার সকালে ষোলশহরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার গিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দোহাজারী থেকে আসছিল ট্রেনটি। নিহতের নাম তাহেরা বেগম। তিনি বোয়ালখালী এলাকার বাসিন্দা।
মোহাম্মদ জিপন উদ্দিন / দৈনিক সংবাদপত্র