চট্টগ্রাম প্রতিনিধিঃ ইন্দোনেশিয়া থেকে ৬ষ্ঠ ধাপে এলো আরও ২২টি মিটারগেজ কোচ। গত শনিবার (২৯ফেব্রুয়ারি) কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি ৫ম ধাপে ২২টি কোচ এসেছিলো। সবমিলিয়ে ২০০টি কোচের মধ্যে ১৩২টি কোচ দেশে পৌঁছেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান মেকানিক্যাল প্রকৌশলী ফকির মহিউদ্দিন জানান, কোচগুলো পাহাড়তলী ওয়ার্কশপে পরীক্ষা- নিরীক্ষা করে ফিট করা হচ্ছে। সম্পূর্ণ চলাচল উপযোগী করে বিভিন্ন ট্রেনে কোচগুলো যুক্ত করা হবে।
মোহাম্মদ জিপন উদ্দিন / দৈনিক সংবাদপত্র